বান্দরবান নিয়ে দেওয়া বক্তব্যের দুঃখ প্রকাশ সারজিস আলমের

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:০২

বান্দরবান নিয়ে দেওয়া বক্তব্যের দুঃখ প্রকাশ সারজিস আলমের। ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান নিয়ে কিছুদিন আগে দেওয়া একটি বক্তব্যের জন্য বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২০ জুলাই) দুপুরে রাঙামাটি থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।
সারজিস আলম বলেন, ‘আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
এর আগে সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পাঠানোর জায়গা’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ‘বান্দরবান ছাত্রসমাজ’ এর ব্যানারে। এ সময় অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবিও করেন তারা।
রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ের ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সারজিস আলম তার বক্তব্যে বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। এ মন্তব্য শুধু দুঃখজনক নয়, বরং চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য।
বক্তারা বলেন, একজন জাতীয় নেতার মুখে এমন কটুক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। সম্প্রীতি ও শান্তিপ্রিয় একটি জেলাকে নিয়ে এমন মন্তব্য পার্বত্যবাসীর মনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তারা সারজিস আলমকে দ্রুত ক্ষমা প্রার্থনা করে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বান্দরবান ছাত্রসমাজের প্রতিনিধি আসিফ ইকবাল, আমিনুল ইসলাম, খালিদ বিন নজরুল, হাবিব আল মাহমুদ, জুবায়ের হোসেন, রাশেদুল ইসলাম, হাসান আল বান্না, জয়নাল আবেদীন, তারেকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সোহেল কান্তি নাথ/এমবি