ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, যুবক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:২৬

ঢাকার ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, যুবক গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
ঢাকার ধামরাই উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাফিজুর রহমান বাবু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাফিজুর রহমান বাবু ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বালু মহল পরিচালনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ধামরাই থানা সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাতে গাওতারা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ধামরাই থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। এ মামলার এক নম্বর আসামি হিসেবে বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে হাফিজুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণকে এসব অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার আহ্বান জানাই।
মনোয়ার হোসেন রুবেল/এমবি