Logo

সারাদেশ

চাঁদপুরে দেয়ালে দেয়ালে জুলাই অভ্যুত্থানের গল্প

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:৫১

চাঁদপুরে দেয়ালে দেয়ালে জুলাই অভ্যুত্থানের গল্প

চাঁদপুরে দেয়ালে দেয়ালে জুলাই অভ্যুত্থানের গল্প। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরের দেয়ালজুড়ে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প। ‘পানি লাগবে পানি’ মুগ্ধের সেই পানি বিলানো, আবু সাঈদের আত্মত্যাগ, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবনের প্রতিরূপ-এমন দৃশ্য রঙে, তুলিতে স্থান পেয়েছে শহরের দেয়ালজুড়ে।

রোববার (২০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’-তে এসব দৃশ্য তুলে ধরে জেলার আট উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আর ইমরান খান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিযোগিতার পর শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ঘুরে দেখে জেলা প্রশাসক বলেন, গেল বছর আমরা গণঅভ্যুত্থানের ভূমিকা প্রত্যক্ষ করেছি। এ গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনের ভেতরে অধিকারের যে দাবি তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, গত বছর এ সময় যেসব তরুণ রক্ত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, আন্দোলন করেছেন, জীবন উৎসর্গ করেছেন—তাদেরকেই আমরা স্মরণ করছি। সেই স্মৃতিগুলোই এ গ্রাফিতিতে প্রতিফলিত হয়েছে। আর যারা সেসময় গ্রাফিতি একে অভ্যুত্থানকে বেগবান করেছিলেন, তাদের অবদানও কোনো অংশে কম নয়। সারাদেশেই এমন চিত্র ফুটে উঠছে। আশা করি, এর মাধ্যমে জুলাই-আগস্টের প্রকৃত চিত্র ফুটে উঠবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর