কুষ্টিয়ায় কাঙাল হরিনাথের ১৯২তম জন্মজয়ন্তী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৪৪
-687d00d6e03fd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক ও প্রখ্যাত বাউল সাধক কাঙাল হরিনাথ মজুমদারের ১৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুমারখালীর সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের মিলনায়তনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন।
অন্যান্য বিশেষ অতিথির মধ্যে ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ-সভাপতি জাকের আলী শুভ এবং কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ প্রজন্মের বংশধর গীতা রানী মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন স্মৃতি জাদুঘরের ইনচার্জ তাপস কুমার মন্ডল।
অনুষ্ঠানের শুরুতে কাঙাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এআরএস
এআরএস