Logo

সারাদেশ

ফজলুর রহমান

১০ লাখ লোকের মিটিংয়ে জামায়াতের খরচ ১০০ কোটি টাকা

Icon

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৪৮

১০ লাখ লোকের মিটিংয়ে জামায়াতের খরচ ১০০ কোটি টাকা

ছবি : বাংলাদেশের খবর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোকের মিটিং করতে জামায়াত ১০০ কোটি টাকা খরচ করেছে।

শনিবার (১৯ জুলাই) কিশোরগঞ্জের ইটনা কলেজ মাঠে উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাপের বেটা হলে ভোটে আসো, ভোট দাও।’

ফজলুর রহমান আরও বলেন, ‘তারেক রহমান একবারই বলেছেন, যারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে সম্পর্ক রাখব না। এরপর তিনদিনের মধ্যেই জামায়াতের শফিকুর রহমান বিএনপির কাছে এসে হাত জোড় করে পড়েন।’ তিনি স্লোগান দেন, ‘জামায়াত-শিবির রাজাকার,’ যা তাদের কলিজায় লাগছে।

তিনি তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুল হান্নান সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, জেলা কৃষকদলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলামসহ অনেকে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর