Logo

সারাদেশ

বৃষ্টিতে জলমগ্ন চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৫৪

বৃষ্টিতে জলমগ্ন চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর জেলার আট উপজেলার শত শত মানুষ বিচারিক সেবা নিতে প্রতিদিন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন।

কিন্তু সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়ে। যা সেবা প্রার্থীদের, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি হলে আদালতের সামনে হাঁটু সমান পানি জমে দাঁড়ানোর বা হেঁটে চলার জায়গা থাকে না। আদালতের আশপাশের পয়নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে পানি দ্রুত নিস্কাশন না হওয়ায় এই সমস্যা বৃদ্ধি পেয়েছে।

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তোফায়েল হোসেন বলেন, ‘টিনশেডের সামনের জায়গাটি পুকুরের মতো হয়ে গেছে। বালু দিয়ে উঁচু করলে বিচারপ্রার্থীরা এখানে সহজে দাঁড়াতে পারবে। একটি ঘর নির্মাণ করাও প্রয়োজন।’

চাঁদপুর জেলা জজ আদালতের নাজির শাহআলম জানান, ‘গণপূর্ত বিভাগ যদি আদালত প্রাঙ্গণের সামনের অংশটি মাটি দিয়ে ভরাট করে, তাহলে এ দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর