Logo

সারাদেশ

ভোলায় স্বতন্ত্র প্রার্থী খোকনকে প্রাণনাশের হুমকির অভিযোগ

Icon

ভোলা

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৫৭

ভোলায় স্বতন্ত্র প্রার্থী খোকনকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনকে প্রাণনাশের হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২০ জুলাই) দুপুরে ভোলা বার লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি দৌলতখান বাজারে একটি অফিস ঘর ভাড়া নিয়ে সেখানে আইন সহায়তা চেম্বার ও লাইব্রেরি চালুর প্রস্তুতি চলছিল। কিন্তু গত ২৮ জুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী চর খলিফা ৯ নম্বর ওয়ার্ডের আলম শিকদারের ছেলে মো. হারুন ফোন দিয়ে ভয়ভীতি সৃষ্টি করে ঘর মালিককে চাপ দেয়।

অ্যাডভোকেট খোকনের একজন শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ সোহান হোসেন হারুনের পরিচয় জানতে চাইলে সে নিজেই নিজের পরিচয় নিশ্চিত করেন। খোকন দৌলতখান থানায় অভিযোগ দিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত মো. হারুন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কাউকে হুমকি দেননি। তিনি খোকনের অভিযোগকে ভিত্তিহীন ও জনপ্রিয়তা অর্জনের চেষ্টা বলে উল্লেখ করেছেন।

দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আদিল হোসেন তপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর