Logo

সারাদেশ

সৈয়দ ফয়জুল করীম

আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ

Icon

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:১৯

আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ শাহী চোর-চাঁদাবাজ, আর বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচি, ঋষির ও টেম্পোস্ট্যান্ডের কাছে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ভারতের ও বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়। আসল পার্থক্য আদর্শ ও নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই বড় ভেদ। যদি ইসলামকে নষ্ট করা যায়, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালাল ঠিক করে এই দেশ ভাগ করে নেবে।’

তিনি আরও বলেন, ‘একসময় কাশ্মীর ও হায়দরাবাদ স্বাধীন ছিল, এখন ভারত দখল করেছে। ভারত একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে দেখানো হয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জিয়াউর রহমানের আদর্শ হলো কাউকে ভাগাতে বা দূর করতে না চাওয়া, লড়াই নয়, কণ্ঠরোধ নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে চাই।’

তিনি আরও বলেন, দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। এবার হাতপাখাকে পরীক্ষা করুন, তারা বারবার পরীক্ষায় ফেল করেছে। আমরা একবার সফল হলেই আর পিছনে ফিরে যাবো না।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সঞ্চালনা করেন।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমাদ সাকী।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, কিশোরগঞ্জ জেলা সভাপতি মাও. আলমগীর হোসাইন তালুকদার, মনোনীত সংসদ সদস্য প্রফেসর মাও. আজিজুর রহমান (জার্মানি), জেলা শাখার উপদেষ্টা মাও. শফিকুল ইসলাম ফারুকী, সেক্রেটারী মাও. নোমান আহমাদ, উপদেষ্টা মুহাম্মদ মাজহারুল ইসলাম মাজহার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুসা খাঁন, শিক্ষক ফোরাম জেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ নুর আহমদ, ছাত্র আন্দোলন জেলা সভাপতি তানভীর আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের দায়িত্বশীল ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

আব্দুর রউফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর