আধুনিকায়নের লক্ষ্যে পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান প্রস্তুত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:৩০
-687d0b7d28141.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীতে পায়রা বন্দর কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে সাগরকন্যা কুয়াকাটার একটি বেসরকারি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল স্বাগত বক্তব্য দেন।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সামরিক-বেসামরিক সংস্থা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মাস্টারপ্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডের রয়্যাল হাসকোনিং ডিএইচভি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, পায়রা বন্দরের সার্বিক কার্যক্রম ১৯টি গুরুত্বপূর্ণ খাতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘Conservancy and Port Management’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধারায় ‘Development of Infrastructure Support Facilities (DISF)’ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার একটি মূল উপাদান হলো পায়রা বন্দরের বিস্তারিত মাস্টারপ্ল্যান প্রণয়ন।
মাস্টারপ্ল্যানে বন্দরের সম্ভাব্য বিস্তার, জেটি, টার্মিনাল, কন্টেইনার ইয়ার্ড, প্রশাসনিক ভবন, ওয়্যারহাউজসহ প্রয়োজনীয় অবকাঠামো ও ইউটিলিটি সংযোগের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করে প্রতিকারমূলক সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে।
পায়রা বন্দরের গুরুত্বপূর্ণ সুবিধাসমূহের মধ্যে রয়েছে আধুনিক ৬৫০ মিটার জেটি, ৩,২৫,০০০ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড, ১০,০০০ বর্গমিটার আধুনিক সিএফএস, নিরাপদ নেভিগেশন, প্যানামেক্স আকৃতির বৃহৎ জাহাজ চলাচলের সুযোগ, জটবিহীন বার্থিং সুবিধা, অগ্নি নির্বাপন ও দুর্ঘটনা মোকাবেলা সেবা, স্মার্ট গ্রাহক সেবা এবং যানজটবিহীন সড়ক যোগাযোগ।
এআরএস