সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:৩৩
-687d0c59de504.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরার তালা উপজেলায় শিক্ষককে কুপিয়ে হত্যা ও পরে গণপিটুনিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেলে খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হরিহর নগর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে, শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮) মাদ্রাসার সামনে নিজেকে ডেকে আনার পর স্থানীয় একজন রাজু গাজী (৩৬) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। শরিফুল গাজীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শরিফুলের চিৎকারে স্থানীয়রা এসে হামলাকারী রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে তারও মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
এআরএস