শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:৩৯
-687d0d996e580.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ডাচ বাংলা (এএ) নীটস্পিন মিলস লিমিটেড কারখানার শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে রোববার (২০ জুলাই) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পৌনে ৮টার দিকে জৈনা বাজারে মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, গত জুন মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পাওনা রয়েছে। পূর্বে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে সকাল পর্যন্ত কর্মস্থলে অবস্থান নিলেও বেতন না পেয়ে সন্ধ্যায় সড়ক অবরোধ করেন।
ডাচ বাংলা (এএ) নীটস্পিন মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন ফোনে জানান, ‘আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’
সোহেল/এআরএস