Logo

সারাদেশ

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায় শুরু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:৫০

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায় শুরু

ছবি : সংগৃহীত

খুলনায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’এর মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা আদায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কেএমপির পক্ষে ডিআইজি মো. রেজাউল হক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান (বিপিএম-সেবা, পিপিএম-বার), ডিসি ট্রাফিক সুদর্শন কুমার রায়, ডিসি হেডকোয়ার্টার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা), ডিসি উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম, ডিসি প্রসিকিউশন শফিকুল ইসলাম, ডিসি সিটি এসবি আবুল বাশার মো. আতিকুর রহমান এবং ডিসি ডিবি মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডিশনাল ডিআইজি শেখ জয়নুদ্দিন, খুলনা জেলার পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন এবং ট্রাফিক ইন্সপেক্টর আবু নাঈম মুহাম্মদ মুফাজ্জল হক।

কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এডিসি ও এমডি'স কো-অর্ডিনেশন টিম প্রধান মো. মামুন উর রহমান, এসএভিপি ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপশাখার কর্মকর্তাসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক মামলা বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর