সমাবেশ থেকে ফেরার পথে সুনামগঞ্জে জামায়াতকর্মীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:৫১
-687d1068ae6b7.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার এক কর্মী হিটস্ট্রোকে মারা গেছেন।
নিহত সাইদুর রহমান (৬৫) বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।
সমাবেশ শেষে বাসযোগে বাড়ি ফেরার পথে হবিগঞ্জের মাধবপুর এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বাসের যাত্রীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
রোববার (২০ জুলাই) বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় জেলা ও উপজেলা জামায়াত ও শিবির নেতারা অংশ নেন।
জামায়াত কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এআরএস