Logo

সারাদেশ

এনসিপির সমাবেশে সংঘর্ষ

গোপালগঞ্জে ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:৫২

গোপালগঞ্জে ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের লাশ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন—রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা। 

সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে হত্যা মামলার বাদীরা লাশ উত্তোলনের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেছেন, নিহতের ঘটনায় দায়ের করা মামলার বাদীগণ আজ আদালতে নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের জন্য আবেদন করেন।

তিনি বলেন, বাদীগণের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের লাশ আগে উত্তোলন করব। 

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর