নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারী নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:৫৫

ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চল সায়দাবাদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বহু বছর ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চলে হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার ভোরে ফিরোজ মেম্বার গ্রুপের লোকজন হানিফ মাস্টারের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায়।
সংঘর্ষে সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে এক নারী নিহত হন। নিহত ওই নারী হানিফ মাস্টারের সমর্থক ছিলেন। পরে স্বজনরা তার লাশ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।
এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, সকালে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সুমন রায়/এমবি