সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে সংঘর্ষের জন্য এনসিপি-আ.লীগকে দায়ী করল বিএনপি

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫:৫৮

ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হতাহতের জন্য উভয়পক্ষকেই দায়ী করেছে জেলা বিএনপি।
সোমবার (২১ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ জুলাই এনসিপির পূর্বঘোষিত সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে। তারা সরকারি বিভিন্ন স্থাপনা ও বিএনপি নেতাদের নির্মিত তোরণ ভাঙচুর করে এবং পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
তিনি দাবি করেন, সমাবেশ শেষে এনসিপি নেতাদের ওপর হামলার চেষ্টা করা হলে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে অনেকে আহত হন।
রফিকুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি মামলা করেছে; এসব মামলায় যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনের আগে সকাল ৯টায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
পলাশ সিকদার/এআরএস