Logo

সারাদেশ

সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে সংঘর্ষের জন্য এনসিপি-আ.লীগকে দায়ী করল বিএনপি

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫:৫৮

গোপালগঞ্জে সংঘর্ষের জন্য এনসিপি-আ.লীগকে দায়ী করল বিএনপি

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হতাহতের জন্য উভয়পক্ষকেই দায়ী করেছে জেলা বিএনপি।

সোমবার (২১ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ জুলাই এনসিপির পূর্বঘোষিত সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে। তারা সরকারি বিভিন্ন স্থাপনা ও বিএনপি নেতাদের নির্মিত তোরণ ভাঙচুর করে এবং পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

তিনি দাবি করেন, সমাবেশ শেষে এনসিপি নেতাদের ওপর হামলার চেষ্টা করা হলে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে অনেকে আহত হন।

রফিকুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি মামলা করেছে; এসব মামলায় যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনের আগে সকাল ৯টায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ আওয়ামী লীগ বিএনপি জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর