বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪ গেট

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:১৮
-687e13ff13431.jpg)
ছবি : বাংলাদেশের খবর
উজানে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীপারের মানুষ, বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা বন্যা আতঙ্কে রয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে।
তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ইনচার্জ নজরুল ইসলাম জানান, উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।
পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, শনিবার রাত থেকে নদীর পানি বাড়তে থাকে। রোববার তা ছিল ৫২ সেন্টিমিটার, আর সোমবার সকালে আরও বেড়ে ৫২ দশমিক ০৮ সেন্টিমিটার হয়।
খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল বলেন, পানি যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারে।
হাতীবান্ধার গড্ডিমারি এলাকার বাসিন্দা মহসিন মিয়া ও রমিজ উদ্দিন বলেন, সকাল থেকেই পানি বাড়ছে, রাতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
তিস্তা ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে, তবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে নদীপারের বাসিন্দা কুদ্দুস মিয়া অভিযোগ করেন, খরা মৌসুমে ভারত গজলডোবা গেট বন্ধ রাখে, আর বর্ষায় হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের নিচু এলাকাগুলো প্লাবিত করে।
সাহানুর রহমান/এআরএস