Logo

সারাদেশ

শৈলকুপায় পেঁপে বাগানে বিষ প্রয়োগের অভিযোগ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:২৮

শৈলকুপায় পেঁপে বাগানে বিষ প্রয়োগের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় পেঁপে বাগানে বিষ প্রয়োগে প্রায় অর্ধেক গাছ মারা গেছে বলে অভিযোগ করেছেন এক কৃষক। এতে পরিবারসহ পথে বসার শঙ্কায় পড়েছেন তিনি।

শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামের কৃষক হাফিজ উদ্দিন বিশ্বাস জানান, তিনি বছরে ৬০ হাজার টাকায় তিন বিঘা জমি লিজ নিয়ে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে পেঁপে চাষ করেন। সোমবার সকালে জমিতে গিয়ে দেখতে পান, অসংখ্য গাছ মারা যাচ্ছে।

তিনি দাবি করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানে পচনশীল তরল কীটনাশক ছিটিয়ে দিয়েছে। এতে ১ হাজার ৫০০ গাছের অর্ধেকই মরে গেছে, বাকিগুলোও নষ্ট হওয়ার পথে।

স্থানীয় কৃষক তারিক হোসেন বলেন, হাফিজ এনজিও ঋণে বাগানটি করেছেন। এ ঘটনায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, গাছের পচন দেখে ধারণা করা যাচ্ছে গ্লাইফোসেট নামক বিষ প্রয়োগ করা হয়েছে। এতে ১৫–২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে বলা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকেরা বলছেন, এ ধরনের ঘটনা চাষাবাদের জন্য অশনী সংকেত।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর