Logo

সারাদেশ

কালীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ ৫ লাখ টাকার মাছ নিধন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:৩২

কালীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ ৫ লাখ টাকার মাছ নিধন

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ করেছেন এক মৎস্য খামারি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোড়ল ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায়। ভুক্তভোগী খামারি ইয়াকুব আলী জানান, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার পুকুরে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে। সকালে গিয়ে তিনি দেখেন, পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে।

ইয়াকুব বলেন, দীর্ঘদিন ধরে মাছ চাষ করে সংসার চালাচ্ছিলেন। বিক্রির মৌসুমে এসে এভাবে মাছ মরে যাওয়ায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। পূর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা।

ইয়াকুবের ভাই ইজ্জত আলী জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।

প্রতিবেশী ফজলুর হক ও গজর উদ্দিন বলেন, পুকুরের সব মাছ মারা গেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন, মাছচাষি ইয়াকুব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ভবিষ্যতে সরকারি সুবিধা দিতে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর