টিকটকে পরিচয়, বিয়ে শেষে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:৩৬
-687e18272ddee.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টিকটকে পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে—সবশেষে স্ত্রীকে হত্যার অভিযোগে মো. জামাল গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোড়াধারী গ্রামের ফাতেমা বেগম রূপালী (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় জামালকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের ছেলে।
সোমবার (২১ জুলাই) চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসপি মুহম্মদ আব্দুর রকিব।
পুলিশ জানায়, ১১ মাস আগে টিকটকে পরিচয় হয় রূপালী ও জামালের। বিয়ের পর দাম্পত্য কলহ, সন্দেহ ও অর্থ লেনদেন ঘিরে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে।
গত ১১ জুলাই রাত আড়াইটার দিকে রূপালীকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলায় ও মাথায় কোপ দেন জামাল। পরে তার দেহ টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখেন।
ঘটনার পর জামাল পালিয়ে গেলে নিহতের ছেলে টিপু পাটোয়ারী থানায় হত্যা মামলা করেন।
চাঁদপুর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বৃত্তিপাড়া বাজার এলাকা থেকে ২০ জুলাই গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আলআমিন ভূঁইয়া/এআরএস