গৌরনদীতে হোটেলের আড়ালে মাদক ব্যবসা, মালিক-ম্যানেজার আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:০৫
-687e1ee53a2bf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের গৌরনদীতে খাবার হোটেলের আড়ালে গোপনে মাদক ব্যবসা চালানোর অভিযোগে হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করেছে প্রশাসন।
রোববার (২১ জুলাই) দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল বাসস্ট্যান্ডসংলগ্ন ‘ফাতেমা হোটেল’-এ এ অভিযান চালানো হয়।
নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। অভিযানে সহযোগিতা করে আনসার ভিডিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গৌরনদী মডেল থানা পুলিশ।
দীর্ঘ আড়াই ঘণ্টার অভিযানে হোটেলের ভেতর থেকে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাঁজা, নগদ টাকা, মাদক বিক্রির হিসাবের খাতা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কয়েকজন মাদক কারবারি অভিযানের আগে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা বড় একটি চালান নিয়ে সটকে পড়েছে।
আটককৃতরা হলেন হোটেল মালিক মানিক মাঝি ও ম্যানেজার। মানিক কুখ্যাত মাদক কারবারি হিরা মাঝির ভাই এবং পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন মাদকবিরোধী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
এআরএস