মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য এনসিপির দোয়া

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:২৪

ছবি : সংগৃহীত
ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা তিনটায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে পদযাত্রা ও সমাবেশে এই মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইনজিব মুফতি।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি ও এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারকে স্মরণ করেই এই কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম থেকে আগত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চেঙ্গী স্কয়ার মোড় থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পৌর শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছোটন বিশ্বাস/এএ