Logo

সারাদেশ

বরগুনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৪৭

বরগুনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

সভাপতি রিংকু, সম্পাদক স্বপন

বরগুনা সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) ২০২৫-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি এম হারুন অর রশিদ রিংকু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহনা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি গোলাম হায়দার স্বপন।

সোমবার (২১ জুলাই) সকালে বরগুনা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এক সভায় ২৭ জন সদস্যের সরাসরি ভোটে এ কমিটি গঠিত হয়।

কমিটির সহ-সভাপতি হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মুশফিক আরিফ, লাখোকণ্ঠের প্রতিনিধি জহিরুল ইসলাম এবং দৈনিক দিনকালের প্রতিনিধি ইফতেখার শাহীন।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি খান নাঈম। অর্থ সম্পাদক হয়েছেন স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মিরাজ খান, সাংগঠনিক সম্পাদক ভোরের ডাকের রাসেল রুহান, প্রচার সম্পাদক নতুন সময়ের এম সাইফুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের রাসেল মাহমুদ।

তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাসেল হোসাইন এবং দপ্তর সম্পাদক পদে জিটিভির মো. সানাউল্লাহ। সদস্য পদে আছেন নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াসহ আরও অনেকে। মোট ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন বলেন, ‘সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সকলের মতামতের ভিত্তিতে কাজ করবো।’

সভাপতি এম হারুন অর রশিদ রিংকু বলেন, ‘সদস্যদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সংগঠন ও সাংবাদিকদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করবো।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর