Logo

সারাদেশ

শ্যামনগরে এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী রেহানা-ষষ্ঠীকে সংবর্ধনা

Icon

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৫৩

শ্যামনগরে এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী রেহানা-ষষ্ঠীকে সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের হয়ে সাফল্য এনে দেওয়া শ্যামনগরের দুই নারী খেলোয়াড় রেহানা ও ষষ্ঠীকে সংবর্ধনা জানিয়েছে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে দুই ক্রীড়াবিদকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সম্প্রতি চীনের দাজহু শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী হকি দল তৃতীয় স্থান অর্জন করে। ওই দলে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের রেহানা (কওছার আলীর মেয়ে) ও কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের ষষ্ঠী (শুকান্ত রায়ের মেয়ে) দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে সিরাজ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক জি এম মনিরুজ্জামান (মিশুক), সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক রাইসুল মিথুন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সভাপতি এস কে সিরাজ বলেন, ‘রেহানা ও ষষ্ঠী শুধু শ্যামনগরের নয়, বাংলাদেশের গর্ব। তারা বিশ্বমঞ্চে দেশের সম্মান উজ্জ্বল করেছেন।’ তিনি নারীদের খেলাধুলায় অংশগ্রহণে স্থানীয়ভাবে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

রেহানা ও ষষ্ঠী বলেন, ‘এই সম্মাননা আমাদের অনুপ্রেরণা দেবে। আমরা দেশের জন্য আরও ভালো খেলতে চাই।’

অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের পরিবারকেও শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করা হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর