মিঠামইনে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:০০
-687e2bf5bad62.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের মিঠামইনে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে উপজেলা যুবদলের এক নেতা, তার ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি রুবেল হোসেন (৩৩), তার ছোট ভাই রোহান (৩০) এবং ঢাকেশ্বর গ্রামের জামাল মিয়া (৪২)।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ইকরাম হোসেন জেরী বলেন, ‘আমাদের সংগঠনের একজন যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তারা সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।’
এআরএস