Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ৩০

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:০৬

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ৩০

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ থেকে শ্রমিক নিয়ে একটি বাস স্থানীয় একটি ব্যাগ ফ্যাক্টরিতে যাচ্ছিল। কুট্টাপাড়া এলাকায় পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে ১৯ জন চিকিৎসাধীন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর