ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে ফেলা হবে : সাবেক এমপি কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:১৭
-687e2fe74e281.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে ফেলা হবে।’
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়াউর রহমানকে অবমাননা, তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর আসনের সাবেক এমপি আবুল কালাম বলেন, ‘জামায়াত ও এনসিপি নানাভাবে ষড়যন্ত্র করছে। তবে বিএনপি মাঠে নামলে তারা আর টিকবে না। আমরা সংঘাত চাই না, চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন।’
তিনি আরও বলেন, ‘ভোট হবে জনগণের অধিকার অনুযায়ী। বিএনপি জনগণের দল, আর জনগণের ভোটেই প্রমাণ হবে বিএনপিই জনগণের পছন্দের দল।’
মিছিলটি সরকারি এসকে পাইলট মাঠ থেকে শুরু হয়ে শহীদ মিনার, বাজার ও পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ অন্যান্য নেতারা।
রাব্বি ইসলাম/এআরএস