Logo

সারাদেশ

ফেনীতে এনসিপির কর্মসূচি স্থগিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:৩৫

ফেনীতে এনসিপির কর্মসূচি স্থগিত

ছবি : সংগৃহীত

ফেনীতে আজ (২১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। তবে ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপস্থিত নেতা-কর্মীদের সামনে মাইকযোগে পদযাত্রা স্থগিতের ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল ইসলাম সৈকত।

পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে শহরের ট্রাংক রোড, দোয়েল চত্বর ও খেজুর চত্বরসহ বিভিন্ন এলাকায় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছিল। কয়েকদিন ধরে মাইকিং, লিফলেট বিতরণ ও মিছিলসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা আসন্ন কমিটিতে স্থান পেতে শোডাউনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেন। এতে শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক নেতা-কর্মীর জমায়েত ঘটে।

পরবর্তীতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর