Logo

সারাদেশ

তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:৪৮

তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার, দেশের আইনশৃঙ্খলার অবনতি, মিডফোর্ড হাসপাতালে নার্স খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও জাতীয় নির্বাচনে ‘ষড়যন্ত্র’ প্রতিরোধের আহ্বানে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের বাইপাস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান।

বক্তারা বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে হত্যা, মিথ্যাচার ও দমন-পীড়নের পথ বেছে নিচ্ছে সরকার।’

তারা দ্রুত আইনের শাসন, জনগণের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর