ঝিনাইদহ টেক্সটাইল কলেজে ৭ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:০৩
-687e3a9686b64.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শিক্ষক সংকট নিরসন, ল্যাব সহায়তা বাড়ানো ও ফল প্রকাশের সময়সীমা নির্ধারণসহ সাত দফা দাবিতে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চত্বরে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজ ক্যাম্পাসে সমাবেশও করেন।
আন্দোলনে ছাত্রী হোস্টেল ‘ইলা মিত্র’, ছাত্র হোস্টেল ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’ ও ‘শের-ই-বাংলা হল’-এর শিক্ষার্থীরা অংশ নেন।
ফাইনাল বর্ষের শিক্ষার্থী মাহাফুজুল রিমন, আশিক খান, সিরাজুল ইসলাম ও মাহমুদুল হাসানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, অপ্রশিক্ষিত ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ত্রুটিপূর্ণ নিয়োগবিধি ও ফল প্রকাশে অনিয়মের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। বুটেক্সকে বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
তাদের অভিযোগ, ল্যাবে পর্যাপ্ত যন্ত্রপাতি থাকলেও ব্যবহার করা যাচ্ছে না। তদুপরি, কিছু ডিপ্লোমা লেভেলের কর্মী প্রফেসরের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই থেকে দেশের আটটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীরা একই দাবিতে একযোগে এই কর্মসূচি চালিয়ে আসছেন।
এআরএস