৫৪ বছরেও পাকা হয়নি সাফুয়া গ্রামের সড়ক. দুর্ভোগে দেড় হাজার মানুষ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:০৭
-687e3ba3c8c23.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাফুয়া গ্রামের প্রায় ১ হাজার ৫০০ মানুষ বর্ষা ও সামান্য বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন।
টানা ৫৪ বছর ধরে কাঁচা থাকা সড়কটি অল্প বৃষ্টিতেই হাঁটুপানি কাদায় ডুবে যায়। তখন রোগী পরিবহন তো দূরের কথা, হেঁটে চলাও বিপজ্জনক হয়ে ওঠে।
গ্রামের সাফুয়ার টেক থেকে মোক্তার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে এলাকাবাসী বহুবার জনপ্রতিনিধিদের দ্বারে গেছেন, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে জানান স্থানীয়রা।
আব্দুর রাজ্জাক, করিমুল হক, পলাশসহ একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতে কাদা ডিঙিয়ে যেতে বাধ্য হন। রাস্তার অবস্থা এমন যে গর্ভবতী নারী বা গুরুতর রোগীকে হাসপাতালে নিতে প্রায় অসম্ভব হয়ে পড়ে।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য দেলোয়ার হোসেন বলেন, রাস্তাটি পাকাকরণ শুধু দুর্ভোগ কমাবে না, কৃষিপণ্য বাজারজাতেও সহায়তা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম জানান, বিষয়টি এলজিইডিকে জানানো হয়েছে। দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।
এম. এমরান পাটোয়ারী/এআরএস