Logo

সারাদেশ

ভূঞাপুরে গাঁজাসহ ছাত্রদল নেতার বাবা গ্রেপ্তার

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:১২

ভূঞাপুরে গাঁজাসহ ছাত্রদল নেতার বাবা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল মণ্ডলের বাবা সায়েব মণ্ডল (৬৫)।

রোববার (২১ জুলাই) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খানুবাড়ী এলাকায় তাকে আটক করা হয়। অভিযানে প্রায় এক ঘণ্টা সময় লাগে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েব মণ্ডলের বিরুদ্ধে ২০০৮ ও ২০১৭ সালে মাদক সংশ্লিষ্ট দুটি মামলা রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ‘এটি পারিবারিক বিষয়। ছাত্রদল কখনোই মাদকের পক্ষে নয়। কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ‘মাদকসহ তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর