-687e3fdeacfad.jpg)
ছবি : সংগৃহীত
নওগাঁর মান্দা উপজেলার তালপাতিলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে বস্তাবন্দি করে ফেলে রাখার অভিযোগ উঠেছে।
রোববার (২০ জুলাই) রাতে নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে মোহাম্মদ আজিজ (৪৫) নামের ওই ব্যক্তিকে একটি ফসলি জমির মাঠে কাদামাটির ভেতর বস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আজিজকে মারধর করে বস্তায় ভরে ফেলে রাখে প্রতিপক্ষ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আজিজের সৎ ভাই নাসির উদ্দীন, তার ছেলে নাজমুল (২৫), ইয়াদ আলী (৬০), সাহার আলী (৬৫), লফুর (৭০), মোজো (৫০), রফিকুল ইসলাম (৪৫) এবং নাসিমা বেগম (৪২)।
রোববার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে ইবিরের পোলট্রি ফার্মের পেছনে ডেকে নিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
অভিযুক্ত ইয়াদ আলী এ ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস