বিশ্বনাগরিক গড়তে যুগোপযোগী শিক্ষা নিশ্চিতের আহ্বান

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:৩৬
-687e424881d3f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন, মানসম্মত ও সময়োপযোগী শিক্ষার মাধ্যমে বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় উপযোগী কারিকুলাম তৈরি এখন সময়ের দাবি।’
সোমবার (২১ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এই পুরস্কারের অর্থ এসেছে করদাতাদের কষ্টার্জিত অর্থ থেকে। সুতরাং লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক রেজাউল করিম এবং জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিক্তা বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন।
বক্তারা বলেন, পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো ও শিক্ষার মান উন্নয়নই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপজেলার ২৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এআরএস