Logo

সারাদেশ

নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বরিশালে শ্রমিকদলের বিক্ষোভ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:৩৯

নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বরিশালে শ্রমিকদলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ এবং ‘আসন্ন জাতীয় নির্বাচনে কুচক্রী মহলের ষড়যন্ত্রের’ প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা শ্রমিকদল।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সদস্যসচিব শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘সরকারের নিস্ক্রিয়তায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তারেক রহমানকে নিয়ে বারবার মিথ্যাচার করা হচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত চলছে।’

বিক্ষোভ ও সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর