-687e44ec5b42f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুরের কাউনিয়ায় ২৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তিস্তা ব্রিজ থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে চালকের ব্যাগে ২৩ কেজি গাঁজা পাওয়া যায়।
আটক ব্যক্তি তুহিন আহম্মেদ (২০), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা দোলাপাড়া এলাকার বাসিন্দা ও মৃত হাসান আলীর ছেলে।
ঘটনার সময় তার কাছ থেকে একটি বাটন ফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় কাউনিয়া থানায় মামলা হয়েছে। পরে আটক তুহিনকে আদালতে পাঠানো হয়।
সাহানুর রহমান/এআরএস