Logo

সারাদেশ

হাতেনাতে ধরা পড়ে মির্জাপুরে ২ মাদকসেবী কারাগারে

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২০:১০

হাতেনাতে ধরা পড়ে মির্জাপুরে ২ মাদকসেবী কারাগারে

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে পৌরসভার পোষ্টকামুরী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা গ্রামের সোহেল রানা (৩৫) এবং পোষ্টকামুরী গ্রামের মো. খোকন মিয়া (৪০)। তারা হেরোইন সেবনকালে হাতেনাতে ধরা পড়েন। তাদের কাছ থেকে ৩ পুঁড়িয়া হেরোইন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গ্রেপ্তারদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযান ও মাদকবিরোধী কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর