তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২০:১৩
-687e4af8ef11f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা প্রতিরোধে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বিএনপি কার্যালয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল জব্বারসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যারা অশালীন বক্তব্য দিয়েছে তাদের দ্রুত ক্ষমা চাইতে হবে। তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআরএস