Logo

সারাদেশ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে কালিয়াকৈরের গৃহবধূ নিখোঁজ

Icon

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২০:৩৫

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে কালিয়াকৈরের গৃহবধূ নিখোঁজ

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিয়াশুলাই গ্রামের আফসানা প্রিয়া নিখোঁজ রয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হন তিনি।

অফসান ওহি নামের তাদের ছেলে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। সে স্কুলে পড়াশোনা করে। দুপুরে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে অভিভাবক কক্ষে বসা অবস্থায় ওই সময় বিমান দুর্ঘটনা ঘটে। আফসানকে জীবিত উদ্ধার করা হলেও মা আফসানা প্রিয়া এখনও খোঁজা যাচ্ছে না।

নিখোঁজ গৃহবধূর দেবর দুলাল মৃর্ধা জানান, স্কুলে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আফসানকে উদ্ধার করেন, কিন্তু তার স্ত্রী এখনও নিখোঁজ। যারা আফসানার সন্ধান পান, তারা ০১৮১৪৪৪৯৩২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছেন।

উল্লেখ্য, ওইদিন বিমান প্রশিক্ষণের সময় প্রশিক্ষণ বিমানটি স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে স্কুল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় ও হতাহতের ঘটনা ঘটে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর