বিমান দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু, বেঁচে গেলেন ছোট ভাই

রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২১:৫০
-687e61c52e513.jpg)
ছবি : সংগৃহীত
পাইলট হওয়ার স্বপ্ন ছিল তানভীর আহমেদের (১৪)। কিন্তু রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাদগ্রাম নয়াপাড়ায়।
নিহত তানভীর ওই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। রাজধানীতে পরিবারসহ বসবাস করতেন তিনি। তার বাবা রুবেল মিয়া ঢাকায় ব্যবসা করেন। দুই ছেলেকে মাইলস্টোন স্কুলে পড়াতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুলে কোচিং শেষে তানভীর ভবনের নিচে অবস্থান করছিলেন। তখনই প্রশিক্ষণ বিমানটি স্কুল ভবনে বিধ্বস্ত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় তার ছোট ভাই তাসবির স্কুল ছুটির পর বাসায় ফিরে যাওয়ায় বেঁচে যায়। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
তানভীরের মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম চলছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে হারিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে ছুটে আসছেন।
এআরএস