Logo

সারাদেশ

চাঁদপুরে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪০

চাঁদপুরে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চাঁদপুর সদরসহ ফরিদগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো. শাহাজাহান গাজী (৫০) ও মো. ইউসুফ জোয়াদ্দারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪ হাজার ১১০ টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে, একই রাত দেড়টার দিকে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরচন্না এলাকা থেকে মাদক কারবারি মো. নাজিমকে (২৪) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য নিজ নিজ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

আল-আমিন ভূঁইয়া/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর