জয়পুরহাটে মাইলস্টোন কলেজে নিহতের শিক্ষার্থীদের স্মরণে বিএনপির শোক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০৭

ছবি : প্রতিনিধি
জয়পুরহাটে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক দিবস পালন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোক কর্মসূচি পালন করা হয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন, এ দুর্ঘটনা জাতির জন্য দুঃখজনক। পরে এ ঘটনার তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভবন ও বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মাহফুজ রহমান/এএ