মাইলস্টোন ট্র্যাজেডি
২০ ঘণ্টা পেরিয়ে গেলেও গাজীপুরের আফসান ওহির মা নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:৩২

ছবি : সংগৃহীত
রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহির মা আফসানা প্রিয়ার এখনও খোঁজ মেলেনি।
মঙ্গলবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে নিখোঁজ আফসানার পরিবার।
জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার ওহাব মৃধার স্ত্রী। তার স্বামী একজন ব্যবসায়ী।
পারিবারিক সূত্র জানায়, আফসান ওহি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সোমবার সকালে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাশ কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা মাইলস্টোন স্কুলের একটি কক্ষে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আফসানার স্বামী ওহাবের বড় ভাই দুলাল মৃধা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি এখনও তার সন্ধান মেলেনি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।
ডিআর/এএ