ফেনীতে প্রায় ২ কোটি টাকার মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫:০৫

ফেনীতে প্রায় ২ কোটি টাকার মাদকসহ ভারতীয় পণ্য জব্দ। ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, টি-শার্ট, চশমা ও জুতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, জব্দকৃত মাদক ও চোরাচালানী পণ্য স্থানীয় থানা ও কাস্টমস কর্মকর্তাদের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এম. এমরান পাটোয়ারী/এমবি