Logo

সারাদেশ

ধামরাইয়ে ধারালো অস্ত্রসহ আটক ৮, পুলিশের দাবি ‘ডাকাতির প্রস্তুতি’

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫:১৮

ধামরাইয়ে ধারালো অস্ত্রসহ আটক ৮, পুলিশের দাবি ‘ডাকাতির প্রস্তুতি’

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আটজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি ধারালো দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

ওসি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আটজনকে আটক করে রাখা হয়। বাকিরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে।’

আটক ব্যক্তিরা হলেন– মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার মিলন (৩৪), বেরুন্ডী পূর্বপাড়ার ইমন হোসেন (২৫), ইসলামনগরের চঞ্চল মিয়া (২৬) ও মান্নান বেপারী (২২), বাংগরা এলাকার জাকির হোসেন (২৬), কাংশা এলাকার সেলিম মিয়া (২৪), হোসেনপুর (কিশোরগঞ্জ) এলাকার মেহেদী হাসান (২৭) ও সাইদুর রহমান তারেক (৩৫)।

পলাতকদের মধ্যে রয়েছেন– ধামরাইয়ের কুটিরচরের জুয়েল (২৮), সিপার (৪০), সেলিম (৪৩), কুরুঙ্গীর সোহাগ (৪০), সুয়াপুরের মো. শাহীন (৩১), শ্রীরামপুরের আলামিন (২৯) ও আরও অজ্ঞাত ৮-১০ জন।

পুলিশ জানায়, আটক আটজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর