জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫:২২

জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৭৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২২ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (২২ জুলাই) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নারীর নাম সুজেদা বেগম। তিনি মেলান্দহ উপজেলার রায়ের বাকাই এলাকার বাসিন্দা বেলাল মিয়ার স্ত্রী।
ওসি মো. নাজমুস সাকিব বলেন, মাদকবিরোধী অভিযানে আমাদের গোয়েন্দা দল সর্বদা সক্রিয় রয়েছে। জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, মঙ্গলবার ভোরে রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে সুজেদা বেগমকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী বেলাল ও দেবর দুলাল পালিয়ে যান। তারা দুইজনই এ সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং জেলার মাদকের পাইকারি ব্যবসায়ী বলে জানা গেছে।
মেহেদী হাসান/এমবি