Logo

সারাদেশ

হাতিয়ায় কোস্টগার্ডের টহলদলের ওপর হামলা, অবৈধ জালসহ ৩৩ জেলে আটক

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫:৫৮

হাতিয়ায় কোস্টগার্ডের টহলদলের ওপর হামলা, অবৈধ জালসহ ৩৩ জেলে আটক

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কোস্টগার্ডের টহল দলের ওপর হামলা হয়েছে। এতে কোস্টগার্ডের এক সদস্য ও এক মাঝি আহত হন।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুইটি ফিশিং বোটসহ ৩৩ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ওই অভিযানে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় তৃতীয় একটি ফিশিং বোটকে ধাওয়া করলে সেখান থেকে কোস্টগার্ডের ওপর আকস্মিক হামলা চালানো হয়। হামলাকারীরা পরে পালিয়ে যায়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

রাতে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজাদুল ইসলাম দ্বীপ আজাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর