Logo

সারাদেশ

শ্রীপুরে অস্বাভাবিক পৌর কর বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:০১

শ্রীপুরে অস্বাভাবিক পৌর কর বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি

শ্রীপুরে অস্বাভাবিক পৌর কর বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় অস্বাভাবিক হারে কর বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিকরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণার সময় পৌর প্রশাসক আশ্বাস দিয়েছিলেন, নতুন করে কোনো কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি করা হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে হঠাৎ করেই পৌরবাসীর ঘরে ঘরে কর বৃদ্ধির নোটিশ পাঠানো হয়। এতে নাগরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সচেতন নাগরিকদের দাবি, শ্রীপুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও উন্নয়নে রয়েছে চরম অবহেলা। অনেক এলাকাতেই এখনো আধুনিক নাগরিক সুবিধা পৌঁছেনি। এমন অবস্থায় পৌর কর বাড়ানো অমানবিক ও অনৈতিক। বিশেষ করে আবর্জনা অপসারণে কার্যকর কোনো ব্যবস্থাই নেই। অথচ আবর্জনা ব্যবস্থাপনার নামে ৩% কর এবং সড়কবাতির নামে ২% কর আরোপ করা হয়েছে। যা নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল।

স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করেন শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান সেলিম মোল্লা, পৌর সচেতন নাগরিক ফোরামের সভাপতি রওশন হাসান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিসকাত রাসেল, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক ও সংগঠক রাহাত সাহান জুয়েলসহ অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, স্মারকলিপি পেয়েছি। প্রতিটি ওয়ার্ডে গণশুনানি করে কর সংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর