বিমান দুর্ঘটনায় নিহত সায়ান লক্ষ্মীপুরে চিরনিদ্রায় শায়িত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:০৪
-687f6243436b3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ সায়ান ইউসুফের (১৪) মরদেহ লক্ষ্মীপুরে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মরদেহ বশিকপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সায়ান মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা এএফএম ইউসুফ কলেজ শাখার রসায়নের সহকারী অধ্যাপক এবং মা শামীমা শাম্মী স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরার ১০ নম্বর সেক্টরে বসবাস করতেন।
গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে গিয়ে বহু শিক্ষার্থী হতাহত হয়।
সায়ানকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
একই ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের আফনান ফায়াজও মারা যায়। তাকে সকালে ঢাকায় দাফন করা হয়েছে বলে জানায় পরিবার।
মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস