Logo

সারাদেশ

গাজীপুরে চোর সন্দেহে ৪ যুবককে গণপিটুনি, নিহত ১

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:১৫

গাজীপুরে চোর সন্দেহে ৪ যুবককে গণপিটুনি, নিহত ১

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে চার যুবককে আটক করে উত্তেজিত জনতা। পরে গণপিটুনির শিকার হয়ে শান্ত (২১) নামে এক যুবক নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোরে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শান্ত নরসিংদীর মাধবদী এলাকার মৃত জাকের মৃধার ছেলে। আহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর এলাকার রিফাত (২৩), বক্তারপুরের ফুলদি এলাকার রুবেল (৩০) ও ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল্লাহ (২৮)। জানা গেছে, আব্দুল্লাহ সম্প্রতি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ শহিদুল ইসলাম বলেন, আহতদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শান্তকে মৃত অবস্থায় আনা হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর